আমাদের সম্পর্কে

Home / আমাদের সম্পর্কে

 

সর্বাধিক স্বাগতম

নিজ গ্রামের শিশুদেরকে শিক্ষিত করে তোলার প্রয়াসে গ্রামের প্রথম উচ্চ শিক্ষিত ব্যাক্তি জনাব আদম আলী খান তার একক প্রচেষ্টায় পারিবারিক ভাবে ১৯৭৮ খৃষ্টাব্দে তার মায়ের নামে এই স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম বজলুর রশিদ দুলাল; যিনি অকালে প্রয়াত হন এবং তিনি সম্পর্কে প্রতিষ্ঠাতার ভাগ্নে ছিলেন। প্রতিষ্ঠাতার স্ত্রী বেগম লুৎফুন্নেছা এই স্কুলে শিক্ষকতা করে অবসরে যান।

নিরাপদ স্থান!

গ্রামের সবচাইতে নিরাপদ স্থানে আপনাকে স্বাগতম জানাই।

আমরা গরবের সাথে বলতে চাই, গ্রামের সবচেয়ে নিরাপদ, নিবিড় এবং সবুজে ঘেরা চমৎকার একটি জায়গায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শিক্ষার মত অনুসঙ্গ সাথে করে আমরা খেলায় মেতে উঠি। যে কেউ যে কোনো সময় আমাদেরকে দেখে যেতে পারেন। আমাদের প্রাঙ্গণের ছেলে মেয়েরা অনবরত নির্ভয়ে দাপাদাপিতে ব্যস্ত থাকে আর এরই ফাঁকে ফাঁকে আমরা শিক্ষার মত একটি বিষয়কে তাদের সামনে সহজ করে তুলতে প্রচেষ্টা চালাই।

 

আমাদের শিক্ষকগণ

প্রতিটি শিশু তার প্রয়োজনীয় মনোযোগ পায় তা নিশ্চিত করার জন্য আমাদের স্কুলে একটি চমৎকার শিক্ষক-শিশু অনুপাত রয়েছে

বিদ্যালয়ের জন্য আমাদের মিশন

আমরা বাচ্চাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে কাজ করি। আপনার ছেলেমেয়েরা যেন আর পাঁচজনের সাথে মিশে এক সাথে চলতে পারে সে রকম সহমর্মিতা এখানে শেখানো হয়। আর আপনার বাচ্চা হয়ে উঠে সমাজের আর পাঁচজনের মতো বিকশিত এক পূর্ণাঙ্গ মানুষ।

0 এক বছরে শিশু
0 যোগ্যতাসম্পন্ন শিক্ষক
0 এক বছরের কার্যক্রম
0 বারো মাস থেকে
Translate »